×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি তজুমদ্দিন প্রেসক্লাবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২২, ০৮:১৭ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি তজুমদ্দিন প্রেসক্লাবের

শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছবি: ভোরের কাগজ

ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও  সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে তজুমদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শরীফ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মেহেদী হাসান মামুন, ফারহানুর রহমান সময়,রিপোর্টস ইউনিটির সভাপতি মনির নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম প্রমুখ।

এ সময় বক্তারা ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App