×

আন্তর্জাতিক

ইউরোপে ভয়াবহ মাংকিপক্স সংক্রমণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২২, ১২:০৬ এএম

ইউরোপে ভয়াবহ মাংকিপক্স সংক্রমণ

প্রতীকী ছবি

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বিরল রোগ মাংকিপক্স ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে। এই রোগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। জার্মানির কর্মকর্তারা এ অঞ্চলে মাঙ্কিপক্সের এই বিস্তারকে এ যাবৎ কালের সবচেয়ে বড় সংক্রমণ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ নানা দেশে বর্তমানে মাংকিপক্স সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (২০ মে) জার্মানির সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিস সেদেশে প্রথম মাংকিপক্স রোগী শনাক্ত করেছে।

তারা বলছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে মাংকিপক্সের যে সংক্রমণ ধরা পড়েছে, তা ইউরোপ অঞ্চলে এ রোগের সবচেয়ে ব্যাপক ও বড় ধরনের সংক্রমণ।

মাংকিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সাধারণত এ রোগে মৃদু উপসর্গ দেখা দেয় এবং বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App