বিশ্বের ১১টি দেশে ভয়াবহ মাংকিপক্স ছড়িয়েছে বলে খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সর্বশেষ খবর অনুযায়ী শতাধিক মানুষের দেহে এ রোগ দানা বেঁধেছে।
ডব্লিউএইচও বলেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের ১১টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ মাংকিপক্স। শতাধিক মানুষের দেহে এ রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর বিবিসির।
শুক্রবার (২০ মে) জার্মানির সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে দেশটির প্রথম মাংকিপক্স শনাক্ত হয়। এরপর থেকেই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাংকিপক্স একটি বিরল ভাইরাস সংক্রমণজনিত রোগ, যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত এ রোগে মৃদু উপসর্গ দেখা দেয় ও কয়েক সপ্তাহের মধ্যেই বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ওঠেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।