রাজধানীর শাহআলী থানাধীন এক নারীর চেইন ছিনতাইয়ের সময় আলামিন ওরফে খলিল নামে এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ শনিবার (২১ মে) ভোরে সেই আসামি পালিয়ে গেছেন। তার নামে এর আগেও দুটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।
যদিও এ ঘটনা ধামাচাপা দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলামিনকে মাদকাসক্ত বলে দাবি করছেন। তিনি বলেন, আলামিন থানা হেফাজতে নিজে ‘প্রাকৃতিক কাজ করে তা দিয়ে’ আমাদের ভয় দেখায়। অন্য আসামিদেরকেও বিরক্ত করে আসছিলেন তিনি। সেই কারণে দুর্ঘটনা এড়াতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।