×

জাতীয়

লন্ডনে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ০৮:৩৭ পিএম

লন্ডনে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে লন্ডনে। শুক্রবার (২০ মে) জুমার নামাজের পর যুক্তরাজ্যের লন্ডনে ব্রিকলেন মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক কার্যক্রম শেষে বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইটে তার মরদেহ দেশে পাঠানো হবে। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম জানান, গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে সমাহিত করা হবে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) ভোরে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪ সালে। তিনি একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার ও কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App