×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি, তাড়াইলে প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ০৪:৪৯ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি, তাড়াইলে প্রতিবাদ

দৈনিক ভোরের কাগজ পত্রিকায় ১৫ মে মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মিথ্যা হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকা মানহানি মামলা অতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে ভোরের কাগজের তাড়াইল প্রতিনিধি মো.সুমন মিয়ার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) তাড়াইল উপজেলা কার্যালয় রেজওয়ান সুপার মার্কেটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হয়রানিমূলক মিথ্যা মামলার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য দেন তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার তাড়াইল প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার জেলা প্রতিনিধি মামুন উজ্জল,দৈনিক সংবাদ পত্রিকার তাড়াইল প্রতিনিধি রবীন্দ্র সরকার,দৈনিক মানব জমিন পত্রিকার তাড়াইল প্রতিনিধি আফছার উদ্দিন,তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার তাড়াইল প্রতিনিধি মুকুট রঞ্জন দাস মধু, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার তাড়াইল প্রতিনিধি মো.দেলোয়ার হোসেন রিপন, সিএনএন বাংলা চ্যানেলের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার এমদাদুল্লাহ, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার তাড়াইল প্রতিনিধি রুহুল আমীন, দৈনিক দেশের খবর ২৪ ডটকমের তাড়াইল প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App