×

মুক্তচিন্তা

পর্যটনকে সহজ করতে প্রয়োজন ‘ট্যুরিস্ট গাইড’ অ্যাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২২, ০১:৪৭ এএম

পর্যটনকে সহজ করতে প্রয়োজন ‘ট্যুরিস্ট গাইড’ অ্যাপ
ভ্রমণপিপাসু যে কোনো পর্যটকের জন্য পর্যটনের সব গাইডলাইন ও পরামর্শসহ তথ্যভাণ্ডার তৈরি করে একটি অ্যাপ চালু করা প্রয়োজন। যে অ্যাপ থেকে দেশের সব দর্শনীয় স্থানের নামের তালিকা, যাত্রা, রুট, হোটেল বুকিং ও নিরাপত্তাসহ ট্যুরের সার্বিক বিষয় খুঁজে পাওয়া যাবে। পর্যটনকে সহজ ও আকর্ষণীয় করতে সরকারি উদ্যোগে এমন একটি ‘ট্যুরিস্ট গাইড’ অ্যাপ হতে পারে পর্যটন খাতের ডিজিটাল ‘কাণ্ডারি’। এমন একটি অ্যাপ তৈরি করা যেতে পারে, যেখানে দেশি-বিদেশি যে কোনো পর্যটক রেজিস্ট্রেশন করে বিভিন্ন ক্যাটাগরিতে ফিল্টারের মাধ্যমে দর্শনীয় স্থানটি খুঁজে নিতে পারবে। অ্যাপটিতে জেলাভেদে, শহরভেদে, দূরত্বভেদে ইত্যাদি ফিল্টারের মাধ্যমে কাক্সিক্ষত দর্শনীয় স্থানের অবস্থান, দূরত্ব, যাতায়াত ব্যবস্থা, খরচ ইত্যাদি জানা যাবে। এছাড়াও আবহাওয়া ও নিরাপত্তার সার্বিক তথ্য জানার জন্যও সুনির্দিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা থাকবে। পর্যটনের জন্য বৈচিত্র্যময় এই দেশের বহু দর্শনীয় স্থান সম্পর্কে মানুষের ধারণা নেয়ার মতো কোনো পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত অ্যাপ বা ওয়েবসাইট নেই। পর্যটকের অবস্থানের জায়গা থেকে কোন পর্যটন কেন্দ্রটি কাছে, কোনটিতে কত খরচ, কোথায় কী কী দর্শনীয় স্থান আছে। তাছাড়া পর্যটন স্থানের আবহাওয়া, প্রাইভেসি বা নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে না পারায় অনেকেই পরিবার নিয়ে ভ্রমণে যেতে উৎসাহী হয় না। ট্যুরিস্ট গাইড অ্যাপের সার্চ বা ফিল্টার অপশনের মাধ্যমে একজন পর্যটক সবচেয়ে কম খরচে কোথায় যেতে পারবে বা সবচেয়ে কাছে বা দূরে কোথায় যেতে পারবে ক্লিকের মাধ্যমেই খুঁজে নেয়া সম্ভব। সুনির্দিষ্ট দর্শনীয় স্থানের জন্য বিভাগ, জেলা বা শহরভিত্তিক তথ্য সাজানো আছে। একই সঙ্গে দর্শনীয় স্থানের বিবরণ, ছবি ও ভিডিও সংযুক্ত থাকায় সৌন্দর্য ও সার্বিক পরিবেশ সম্পর্কে ধারণা পাবে। একটি পর্যটন ম্যাপযুক্ত থাকলে গন্তব্য ও ফিরে আসার সম্ভাব্য সব রুট দেখে নেয়া যাবে। কোন রুটে কোন বাস বা কোন স্থানে কেমন হোটেল আছে তা জানা যাবে। বাসের টিকেট ও হোটেল বুকিং দেয়ার তথ্যও যুক্ত থাকবে। অ্যাপটির মাধ্যমে ট্যুরকে সফল করতে ট্যুরের সঙ্গে প্রাসঙ্গিক সব প্রয়োজনীয় তথ্য যেমন, দর্শনীয় স্থানের নিকটবর্তী হাসপাতাল, পুলিশ স্টেশন, এটিএম বুথ, রেস্টুরেন্ট ইত্যাদি তথ্য যুক্ত থাকবে। অ্যাপটি দেশের পর্যটন শিল্পের প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধি করবে। অ্যাপটি নিজেই একটি গাইড হিসেবে কাজ করবে, ফলে ভ্রমণপিপাসু মানুষের ভোগান্তি লাঘব হবে। গুগল প্লে-স্টোর বা অ্যাপল-স্টোর থেকে ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করার সুযোগ থাকলে দ্রুতই অ্যাপটি জনপ্রিয়তা পাবে। প্রাথমিকভাবে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে : ১. ব্যক্তিগত গোপনীয়তা বা সুরক্ষায় জোর দিতে হবে। অর্থাৎ ব্যক্তিগত কোনো তথ্যই কোনো পর্যটন কোম্পানি, হোটেল বা পরিবহনের মালিক বা পরিচালকসহ সংশ্লিষ্ট কাউকে প্রদান করা হবে না। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা ও নীতিমালা কার্যকর করা হবে বলে নিশ্চয়তা দিতে হবে। ২. ট্যুর সংক্রান্ত সমস্যা বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ করে উক্ত স্থানের ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগের হটলাইন যুক্ত করা যায়। ৩. যে কোনো দেশ থেকে দর্শনার্থীরা যেন অ্যাপটি ব্যবহার করতে পারে। আরিফুল ইসলাম শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App