×

আন্তর্জাতিক

ন্যাটো ঘাঁটি স্থাপন চায় না ফিনল্যান্ড ও সুইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২২, ১১:৪৭ এএম

ন্যাটো ঘাঁটি স্থাপন চায় না ফিনল্যান্ড ও সুইডেন

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন

ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র বা ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেয়া হবে না। সেই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রও মোতায়েন করতেও দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন।

বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন ইতালির একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এ সিদ্ধান্ত কোনোভাবেই ন্যাটোতে যোগদানের বিষয়ে দেনদরবারের সঙ্গে জড়িত নয়। খবর সিএনএনের।

এর আগে গত বুধবার ফিনল্যান্ড ও সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেশটির নিরপেক্ষ থাকার প্রবণতা হিসেবে অনেকে দেখছেন। এদিকে ফিনল্যান্ডের পাশাপাশি সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও একই কথা বলেন। তিনি বলেন, তার দেশেও কোনো উপায়ে ন্যাটো ঘাঁটি স্থাপন করতে দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App