মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫০ লাখ টাকার ১০টি ম্যাকাও ও ৭০টি কেপ স্টারলিং পাখি জব্দ করেছে পুলিশ। পাচারের সঙ্গে জড়িত বাসারুল শেখ (৩৫) ও ইজিবাইকচালক হাবিবুর রহমানকে (৩০) আটক করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেলের নেতৃত্ব অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে উপজেলার গোপালনগর যাত্রীছাউনি থেকে এসব পাখি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাসারুলকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ইজিবাইক চালক হাবিবুরকে ২০ হাজার টাকা জরিমানা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।