×

সারাদেশ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৬:৪০ পিএম

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভোরের কাগজরে সম্পাদক-প্রকাশকসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সদস্যরা। ছবি: ভোরের কাগজ

ভোরের কাগজের প্রকাশক , সম্পাদক সহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাব।

ভোরের কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সাংবাদিক নেতারা জানান, দৈনিক ভোরের কাগজের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়র পার্থী আরফানুল হক রিফাতের সম্প্রতি দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অবিলম্বে এই মামলার প্রত্যাহারের দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টাফ রিপোর্টার সাব্বির আহাম্মেদ সুবীর, দৈনিক ইত্তেফাক ও মাই টিভি প্রতিনিধি এম এ আউয়াল, দৈনিক সমকালের আমজাদ হোসেন সজল, দৈনিক কালের কন্ঠের চাঁন মিয়া সরকার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ আলম সিকদার, বাংলাদেশ প্রতিদিনের আতাউর রহমান সনেট, দৈনিক মানবকন্ঠের ফারুক আহাম্মেদ, একাত্তর টিভির বাহারুল ইসলাম, এশিয়ান টিভির রিফাত আবির, বাংলা টিভির ফয়সাল আহাম্মেদ, চ্যানেল এস এর আলমগীর হোসেন, দৈনিক দেশ সেবার নাছির উদ্দিন, দৈনিক নওরোজের রাকিবুল ইসলাম রিয়ান, নয়া শতাব্দীর বশির আল মামুনসহ আরও অনেকে।

গত ১৫ মে ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কাণ্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App