×

আন্তর্জাতিক

তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৬:০৯ পিএম

তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

পাম অয়েল। ফাইল ছবি

ইন্দোনেশিয়া পাম অয়েলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী সোমবার (২৩ মে) থেকে পাম অয়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার অভ্যন্তরে পাম তেলের দামের উন্নতি হওয়ায় এবং স্থানীয় পাম শিল্পের প্রায় পৌনে ২ কোটি কর্মীর কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের যতটুকু চাহিদা ছিল, তার তুলনায় সরবরাহ অনেক বেড়ে গেছে। এছাড়াও রফতানি নিষেধাজ্ঞার আগে ভোজ্যতেলের প্রতি লিটারের দাম ছিল গড়ে ১৯ হাজার ৮০০ রুপিয়াহ। নিষেধাজ্ঞার পর প্রতি লিটার তেলের গড়মূল্য ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে আসে।’

উল্লেখ্য, নিজেদের বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত মাসের ২৮ তারিখ ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি নিষিদ্ধ করে। এতে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App