×

খেলা

চট্টগ্রামে প্রথম টেস্টে ড্র, সন্তুষ্ট টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:২৪ পিএম

চট্টগ্রামে প্রথম টেস্টে ড্র, সন্তুষ্ট টাইগাররা

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করার পর মাঠ ত্যাগ করে টাইগাররা

চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার (১৯ মে) পঞ্চম দিন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। এদিন বল হাতে শুরুটা ভালো করেও শেষ দিকে নিস্প্রভ ছিল মুমিনুল বাহিনী। ফলে ড্রতে শেষ হলো চট্টগ্রাম টেস্ট। তবে চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিন বল হাতে দাপট দেখান তাইজুল ইসলাম। বৃহস্পতিবার লঙ্কানদের ৮টি উইকেট দ্রুত শিকার করার লক্ষ্যে মাঠে নামেন সাকিব-তাইজুলরা। বল হাতে শুরুর দিকে সফলতার মুখ দেখে বাংলাদেশ। দলীয় ১০৬ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল ইসলাম। ফলে ৪৮ রান তুলে ড্রেসিং রুমে ফিরেন কুশল। এরপর দলীয় ১১০ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। রানের খাতা খোলার আগেই অ্যাঞ্জেলো ম্যাথিউস তাইজুলকে ফিরতি ক্যাচ দেন। বিরতির পর শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে দলীয় ১৪৩ রানে তাইজুলের বলে আউট হন। লঙ্কানদের দলপতি ৫২ রান করেন। এরপর ব্যক্তিগত ৩৩ রানে সাকিবের বলে আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় সেশনে দ্রুত ব্যাট চালিয়ে লিড বাড়িয়ে নেয় সফরকারীরা। এদিকে বৃহস্পতিবার ২৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু করেন দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। সফরকারীরা দুর্দান্ত ব্যাটিং করে দিনের শুরুতেই লিড নেয়। প্রথম ২৩ মিনিটেই বাংলাদেশের ৬৮ রানের লিড টপকে যায় শ্রীলঙ্কা। পঞ্চম দিন প্রথম ওভার থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন কুশল। তিনি তাইজুলের চতুর্থ বল বাউন্ডারির বাইরে পাঠায়। এক বল ডট দিয়ে হাঁকিয়েছেন চার। তিনি ব্যাট হাতে ভয়ঙ্কর রুপ ধারন করেন। কিন্তু টাইগার বোলার তাইজুল তাকে থামিয়ে দিলেন। এছাড়া বুধবার (১৮ মে) নিজদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৬৫ রান তুলে বাংলাদেশ। ফলে ৬৮ রান লিড পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর নিজদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৭.১ বলে ৩৯ রান তুলে সফরকারীরা। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা- প্রথম ইনিংসে ৩৯৭ ও দ্বিতীয় ইনিংসে ২৫০/৬(৯০.১ ওভার) বাংলাদেশ- প্রথম ইনিংসে ৪৬৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App