×

মুক্তচিন্তা

চট্টগ্রামের ইতিহাস সংরক্ষণে নগর মিউজিয়ামের প্রয়োজনীয়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২২, ১২:৪৩ এএম

প্রাচীন সভ্যতার নিদর্শনের স্মারকগুলো সংরক্ষণ ও সংস্কারপূর্বক চট্টগ্রাম নগরীতে একটি নগর মিউজিয়াম প্রতিষ্ঠা করা ইতিহাস সচেতন চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি। অযতেœ-অবহেলায় এই চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী প্রথম স্মারকগুলো ধ্বংস হতেই চলেছে। এ ব্যাপারে চট্টগ্রামবাসীর আশা, বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় নগর মিউজিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রামের প্রাচীন ইতিহাসকে ধরে রেখে বর্তমান প্রজন্ম ও বিশ্ববাসীকে আমাদের প্রাচীন চট্টগ্রামের অতীতের গৌরবময় ইতিহাস তুলে ধরবেন। চট্টগ্রামকে বলা হতো হাজার বছরের চট্টগ্রাম। কিন্তু সম্প্রতি সময়ে ইতিহাস গবেষণা, ইতিহাস গবেষকদের প্রাপ্ত অনুসন্ধানী তথ্য উপাত্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এ প্রাচীন চট্টগ্রাম নগরীতে আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে মানববসতি ছিল! প্রাচীন এ চট্টগ্রামবাসীর ইতিহাস ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে বিশ্ব দরবারে। হয়তো ইতিহাস গবেষকদের মেধা ও মননযুক্ত আলোচনা ও গবেষণায় একদিন বিশ্ব দরবারে গৌরবের আসনে আসীন হবে এ চট্টগ্রাম। বিশ্বে আলোচিত প্রাচীন গ্রন্থ মহাভারতের বিভিন্ন শ্লোকে আদিনাথ, চন্দ্রনাথ ও কাঞ্চননাথের কথা উল্লেখ পাওয়া যায়। আর সেই আদিনাথ, কাঞ্চননাথ ও চন্দ্রনাথের অবস্থান চট্টগ্রাম সীতাকুণ্ড, ফটিকছড়ি ও কক্সবাজারের মহেশখালীতে। ইতিহাসসমৃদ্ধ এ তিন স্মৃতির স্মারক অযতেœ-অবহেলায় ধ্বংসের প্রহর গুনছে। রাষ্ট্রের সার্বিক সহযোগিতা ও সংরক্ষণের উদ্যোগবিহীন এ ইতিহাসের স্মারক রক্ষা করা অসম্ভব। আমাদের দেশে ইতিহাস সচেতনতার অভাবে অনেক প্রাচীন প্রতœসম্পদ প্রাচীন স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং হচ্ছে। ঐতিহ্যবাহী চট্টগ্রামের প্রাচীন প্রতœনিদর্শনগুলো সংরক্ষণ, নিয়ম মোতাবেক সংস্কার ও জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রচার প্রকাশ করতে পারলে চট্টগ্রামের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে। যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে বহির্বিশ্বের পর্যটকের আগমন ঘটবে, ফলে দেশের অর্থনীতি উন্নয়নও সম্ভব। উন্নত বিশ্বের প্রায় দেশে সে জাতি ও দেশের ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করে আসছে। চট্টগ্রামের সাড়ে চার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে আলোকিত করে ধরে রাখার জন্য প্রয়োজন একটি নগর জাদুঘর। এই নগর জাদুঘর প্রতিষ্ঠায় চট্টগ্রাম জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চট্টগ্রামের জেলা প্রশাসক যদি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কথাগুলো বিশ্ববাসীর কাছে যথাযথভাবে তুলে ধরে চট্টগ্রামের গৌরবময় ইতিহাস প্রচার প্রসারে ভূমিকা রেখে চট্টগ্রাম নগরীতে একটি নগর মিউজিয়াম প্রতিষ্ঠা করেন, তাহলে লাখ লাখ সচেতন জনতার সঙ্গে আমাদেরও প্রত্যাশা পূরণ হবে। আশা করছি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। প্রতিদিন চট্টগ্রামে দেশ-বিদেশের হাজার হাজার বিদেশি পর্যটক চট্টগ্রাম আসেন। একটি নগর মিউজিয়াম প্রতিষ্ঠা হলে একটি ঘরের মধ্যে আলোকচিত্রের মাধ্যমে, বই-পত্র, ইতিহাসের তথ্য-উপাত্ত দিয়ে সাজিয়ে রাখলে সহজে পর্যটকরা চট্টগ্রাম দর্শন সম্ভব হবে। সেক্ষেত্রে প্রয়োজন একটি নগর মিউজিয়াম। আশাকরি ইতিহাসের প্রয়োজনে, বর্তমান প্রজন্মের প্রয়োজনে সরকার চট্টগ্রাম নগরীতে একটি নগর মিউজিয়াম প্রতিষ্ঠা করে ইতিহাস ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ব জাদুঘর দিবসে সরকারের প্রতি চট্টগ্রামবাসী একটি মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য দাবি করছে।

সোহেল মো. ফখরুদ-দীন : সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি), বাংলাদেশ, প্রাক্তন নির্বাহী পরিচালক, প্রতœতত্ত্ব আলোকচিত্র মিউজিয়াম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App