×

জাতীয়

করোনা মোকাবিলায় সফল, এক বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৮:২৬ পিএম

করোনা মোকাবিলার সাফল্যে দেশের স্বাস্থ্য বিভাগকে বিশ্ব ব্যাংক এক বিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কোভিড নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। সম্প্রতি বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বিষয়ে একটি পর্যালোচনা হয়েছে। আমাদের সাফল্যে তারা খুশি। এজন্য তারা বাংলাদেশের জন্য প্রায় এক বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

তিনি আরও বলেন, তারা বাংলাদেশের কোভিড কার্যক্রমের জন্য খুবই সন্তুষ্ট। বিশেষ করে টিকা কার্যক্রমের জন্য। প্রায় ২০ হাজার কোটি টাকার টিকা বা অন্যান্য সহায়তা দিয়েছে সরকার। এর বাইরেও প্রায় ২০-২২ হাজার কোটি টাকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করেছি। এত বড় একটি জনগোষ্ঠিকে যে টিকা দেয়া গেছে এটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App