×

বিনোদন

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৪:০১ পিএম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

বৃহস্পতিবার ইউনিসেফের শুভেচ্ছাদূত নিযুক্ত হন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

ইউনিসেফের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডনের উপস্থিতিতে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছাদূত নিযুক্ত হন তিনি।

এখন ইউনিসেফের জাতীয় দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জুয়েল আইচ এবং বাংলাদেশে ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে রাবা খানের সঙ্গে শিশু অধিকার রক্ষায় কাজ করবেন এই টিভি অভিনেত্রী।

চুক্তি স্বাক্ষরের সময় মিম বলেন, শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। প্রতিটি শিশুর অধিকার রক্ষার কাজে শামিল হতে পেরে আমি কৃতজ্ঞ।

এই নিয়োগের আগে মিম কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন। মহামারিতে টিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App