তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

আগের সংবাদ

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

পরের সংবাদ

বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ দুর্নীতিতে সরব চাঁদপুরের ডিসি বদলি

প্রকাশিত: মে ১৯, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ আপডেট: মে ১৯, ২০২২ , ৬:৩০ অপরাহ্ণ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহণ করার পরে সেখানকার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিসকে বদলি করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে চাঁদপুরের ডিসি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, চাঁদপুরের ডিসিকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কারণেই তাকে চাঁদপুর থেকে নেত্রকোনায় বদলি হতে হয়েছে।

পাশাপাশি আরো তিন জেলায় নতুন জেলা প্রশাসক পদে পরিবর্তন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুরের ডিসি, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের ডিসি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়