সড়ক দুর্ঘটনায় ২০২০ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত তিন বছরে এক হাজার ৬৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের ‘সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের প্রতিবেদনে’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়-
১. পণ্যবাহী যানবাহনের (ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ড্রামট্রাক, ট্রাক্টর, ট্রলি ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ২৫৮ শিশু (২৫ দশমিক ১২ শতাংশ)।
২. বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ১৪৩ শিশু (১৩ দশমিক ৯২ শতাংশ)।
৩. থ্রি-হুইলারের (সিএনজি, অটৈারিকশা, ইজিবাইক ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ৩২১ শিশু (৩১ দশমিক ২৫ শতাংশ)।
৪. স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন, ভটভটি, মাহিন্দ্র, টমটম ইত্যাদি) চাপায় বা ধাক্কায় নিহত হয়েছে ২০৮ শিশু (২০ দশমিক ২৫ শতাংশ)।
৫. বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৭ শিশু (৯ দশমিক ৪৪ শতাংশ)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।