ভোরের কাগজ পত্রিকায় সম্পাদক ও প্রকাশকসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে মানহানির মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডুমুরিয়া প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্যাহ, ভোরের কাগজের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ইলিয়াস হুসাইন, সুজিত মল্লিক, সাব্বির খান ডালিম, শেখ জাহিদুর রহমান বিপ্লব, আশরাফুল আলম, মাহাবুবুর রহমান, বাচ্চু, এস রফিক, উদয় চক্রবর্তী, এনামুল বাসার টিটো, হাবিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের নাম উল্লেখ ছিল।
এক বিবৃতিতে বলা হয়, এই মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের অন্তরায়। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষে আপোষহীন পত্রিকা ভোরের কাগজের বিরুদ্ধে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।