×

আন্তর্জাতিক

মারিউপোলের আটকে পড়া যোদ্ধাদের ফেরাতে চায় ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ১০:৪৩ এএম

মারিউপোলের আটকে পড়া যোদ্ধাদের ফেরাতে চায় ইউক্রেন

মারিউপোলের আটকে পড়া যোদ্ধাকে যেকোনোভাবে ফেরাতে চায় ইউক্রেন। ছবি: ভোরের কাগজ

মারিউপোলের আটকে পড়া যোদ্ধাদের যেকোনো মূল্যে ফেরাতে চায় বলে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। এর জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিওর এ বিষয়ে বলেন, কিয়েভ ইতোমধ্যে রাশিয়ায় কতজন ইউক্রেনীয় যোদ্ধা অবস্থান করছে সেই বিষয়ে অবগত হয়েছে। তাদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই খবরে আমরা বেশ উদ্বিগ্ন। খবর বিবিসির।

এদিকে মারিউপোলে যেসব ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করে রাশিয়ায় এসেছে তাদের সবাইকে হত্যার দাবি তুলেছেন একজন রুশ সংসদ সদস্য। এসময় এসব সেনাকে তিনি ‘উগ্র জাতীয়তাবাদী’ বা ‘নাৎসিবাদী’ দাবি করেন।

গত সোমবার মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানার ইউক্রেনীয় যোদ্ধারা আত্মসমর্পণ করেন। এরপর তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App