×

জাতীয়

বাংলাদেশ-ভারত ট্রেন ফের চালু হবে ১ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ১২:২১ পিএম

বাংলাদেশ-ভারত ট্রেন ফের চালু হবে ১ জুন

মৈত্রী এক্সপ্রেস। ফাইল ছবি

করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ১ জুন  চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ রুটের তিনটি যাত্রীবাহী ট্রেন আগামী ১ জুন থেকে আবারও চলাচল করবে বলে ভারতীয়  রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।

প্রতি বছর কয়েক লাখ মানুষ ভারতে চিকিৎসা ও বেড়াতে যান। বাংলাদেশিদের কাছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বেশ জনপ্রিয় ও যাতায়াতের সহজ মাধ্যম। সড়কপথে যাওয়ার ধকলও নিতে পারেন না অনেকে। এই পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসা দুই দেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো। তবে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, তাদের কাছে এখনও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি। তবে তারা প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App