×

সারাদেশ

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৩:৩২ পিএম

হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত

মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) এবং অটোরিকশার যাত্রী একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশায় বাহুবল যাচ্ছিলেন নুরেয়া বেগম। রোকনপুর বাজারে আসলে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আরশ আলী ও নুরেয়া বেগম। এ সময় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান জানান, শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, লাশ উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App