×

আন্তর্জাতিক

রুশ সীমান্তে ন্যাটোর সামরিক মহড়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:১৬ এএম

রুশ সীমান্তে ন্যাটোর সামরিক মহড়া শুরু

প্রতীকী ছবি

রুশ সীমান্তের কাছাকাছি এলাকায় বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার থেকে ‘হেজহগ ২০২০’ নামে এই মহড়া শুরু হয়।

এই মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগীসহ মোট ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা অংশ নিচ্ছেন। খবর সিএনবিসি, আল জাজিরা ও লস অ্যাঞ্জেলসের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর প্রথম মহড়া। এর আগে ইউক্রেনকে অস্ত্র ও সেনা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে সহায়তা করার বিষয়ে ন্যাটোসহ ইউরোপীয় দেশগুলোকে দ্বিধাদ্বন্দ্বে ছিল। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বরাবরের মতোই বলে এসেছে, ইউক্রেনকে আর্থিকভাবে সহায়তা করা হলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App