×

জাতীয়

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে ১৫০ কোটি রুপির খোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৮:৩০ পিএম

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে ১৫০ কোটি রুপির খোঁজ

ভারতের এনফোর্সমেন্ট ডিরেকটরেট হেফাজতে পি কে হালদার। ছবি: সংগৃহীত

প্রথম তিনদিন ইডি হেফাজতে থাকাকালীন অবস্থায় অভিযুক্ত পি কে হালদার ও তার সহযোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের খোঁজ মিলেছে, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপির বেশি। এমনকি বেশকিছু ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়, সেগুলি তদন্ত করে খতিয়ে দেখছে ইডির কর্মকর্তারা। আর সেই কারণেই রিমান্ডের আবেদন জানায় ইডি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তরা তদন্তে সহায়তা করছে বলেই জানা গেছে।

এ ব্যাপারে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, তারা তদন্তে সহায়তা করছেন। পি.কে হালদারের থেকে ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপির বেশি উদ্ধার করা হয়েছে। এছাড়া অনেকগুলি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে, সেগুলি খুলে দেখা হচ্ছে। সেগুলি তদন্ত সাপেক্ষ। তিনি আরও জানান এদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন পরিচয় পত্র, একাধিক দেশের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে সেটা এখনই বলা সম্ভব নয় বলেই জানান আইনজীবী। গত শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App