মেহেরপুরে নাশকতার পরিকল্পনা, জামায়াতের ২ নেতা আটক

আগের সংবাদ

নর্থ সাউথে কেলেঙ্কারি: আসামিদের গ্রেপ্তারের নিষেধাজ্ঞার দাবি

পরের সংবাদ

লুই ভিতোঁর মিনি ড্রেস, পায়ে বুট পরে কানের ডিনারে দীপিকা

প্রকাশিত: মে ১৭, ২০২২ , ১২:১০ অপরাহ্ণ আপডেট: মে ১৭, ২০২২ , ১:৪৯ অপরাহ্ণ

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে একাধিকবার হাজির হয়ে লাস্যময়ী লুকে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে চলতি বছর তার নামের পাশে নয়া সংযোজন। বিচারকের আসনে থাকবেন দীপিকা, জুড়ি সদস্য হিসেবে কোঙ্কনা সুন্দরী। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। যার মধ্যে একজন দীপিকা।

১৭ মে থেকে শুরু কান চলচ্চিত্র উৎসব। গতকালই ফ্রান্সের রিভেরা শহরে উড়ে গিয়েছেন দীপিকা। ওই দেশে পৌঁছেই রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলস এবং জোয়াকিম ট্রিয়ার সহ অন্যান্য জুরি সদস্যদের সঙ্গে ডিনার করতে যান অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমস।

সোমবার, ১৬ মে, হোটেল মার্টিনেজে ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে অংশ নিয়েছিলেন দীপিকা। অন্যান্য সময়ের মতোই রেড কার্পেটে চলার মতো লুকে ধরা দেন বলি সুন্দরী। এ দিন লুই ভিতোঁর পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। সম্প্রতি বিলাসবহুল ফ্যাশন হাউসের হাউস অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এ দিন দীপিকাকে কালো-সাদা এবং রঙিন আউটফিটে দেখা গিয়েছে।

এর আগে, দীপিকা ফ্রান্সের কানে জন্য আসার একটি ভ্লগ শেয়ার করেছিলেন।

৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারকের তালিকায় রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রিয়ার।

এ বছর উৎসবের সেরা পুরস্কার ‘পাম দ’-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম দীপিকা। দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়