স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারেন না। ঠিক মতো কথাও বলেন না। হাঁটেনও না ঠিক মতো। এমনই অভিমানী অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন সমাধান সাওলে নামে এক ব্যক্তি।
তিনি মহারাষ্ট্রের মুকুন্দনগরের বাসিন্দা। মঙ্গলবার (১৭ মে) তার নিজের ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ। সমাধান সাওলের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল, ‘আমার স্ত্রী ঠিক মতো শাড়ি পরতে পারে না। হাঁটে না ঠিক করে। আমার সঙ্গে ঠিক মতো কথাও বলে না।’
পুলিশ জানিয়েছে, সামধান স্ত্রীর এমন আচরণে তিনি খুবই অসন্তুষ্ট।
মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল সমাধানের। তার থেকে স্ত্রী বছর ছয়েকের বড়।
তবে শুধুমাত্র শাড়ি ঠিক মতো না পরার জন্য এক জন ব্যক্তি আত্মহত্যা করতে পারে, এ কথা মানতে পারছে না খোদ পুলিশও। তবে এর পিছনে অন্য কারণ আছে কি না খতিয়ে দেখছে তারা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।