×

জাতীয়

সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের নিন্দা বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২, ০২:৫৩ পিএম

আল জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

গত ১১ মে ফিলিস্তিনি বংশোদ্ভুত মার্কিন এই সাংবাদিককে অধিকৃত জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহের সময় মাথায় গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

সোমবার (১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন।

৫১ বছর বয়সি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন এই নাগরিক গত ২৬ বছর ধরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় সাংবাদিকতা করে আসছেন। তার জন্ম ১৯৭১ সালে, জেরুজালেমে। জর্ডান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করেন তিনি। এরপর ১৯৯৭ সালে আল জাজিরায় সাংবাদিকতা শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App