×

জাতীয়

সম্রাটকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২, ১১:৪১ এএম

একাধিক মামলা থেকে জামিনে মুক্তি পাওয়া যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে ছাড়পত্র দিতে আরও ৩-৪ দিন সময় লাগবে। তার হার্টের অবস্থা ভালো না, উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে তাকে দেশের বাইরে নিতে পারে।

সম্রাটের বিষয়ে গঠিত মেডিকেল বোর্ডের সোমবারের (১৬ মে) অনুষ্ঠিত সভায় চিকিৎসকরা এমনটি জানান বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

তবে বিএসএমএমইউর মেডিকেল বোর্ড তাকে দেশের বাইরে নেয়ার পরামর্শ দিলেও গত ১১ মে জামিনে তাকে বিদেশ পাঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। জামিন আদেশে আদালত বলেছেন, জামিন পেলেও দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট।

হাসপাতালের পরিচালক আরও বলেন, তার হার্টের অবস্থা ভালো না, উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে। তবে এখানকার চেয়ে তার চিকিৎসা দেশের বাইরেই বেশি ভাল হতে পারে বলেও অভিমত বোর্ডের। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩-৪ দিন সময় লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App