×

জাতীয়

শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নেয়া উচিত সরকারের: ডা. জাফরুল্লাহ চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৭:৪৩ পিএম

শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নেয়া উচিত সরকারের: ডা. জাফরুল্লাহ চৌধুরী

সোমবার রাজশাহীতে ফারাক্কা লং মার্চের ৪৬তম বার্ষিকী উপলক্ষে জনসভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: ভোরের কাগজ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মুক্তির একমাত্র পথ দেশে সুশাসন প্রতিষ্ঠা। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক সরকার গঠন করা প্রয়োজন। শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নেয়া উচিত সরকারের। শ্রীলঙ্কার জাতীয় বীর জাতীয় বেইমানে পরিণত হয়েছে। সুতরাং সাধু সাবধান। কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে।

সোমবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মুক্তমঞ্চ পদ্মা নদীর পাড়ে ফারাক্কা লং মার্চের ৪৬ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখতে হবে। প্রতিবেশী রাষ্ট্র যেভাবে এদেশের গণতন্ত্র হত্যা করেছে, তা থেকে মুক্তি প্রয়োজন। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশে দুই কোটি মানুষ অর্ধাহারে রয়েছে। ভিখারির জাতিতে পরিণত হয়েছি আমরা।

ফারাক্কা লং মার্চ উদযাপন কমিটির আয়োজনে ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সৌজন্যে এ জনসভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহবায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামূল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাবেক সংসদ সদস্য জাহান পান্না প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট হোসনে আলী পেয়ারা, এডভোকেট রজব আলী ও প্রচার সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দেশে এক ব্যক্তির জমিদারি চলছে। জনগণের টুটি চেপে ধরেছে নিরাপত্তারক্ষীরা। এমপি-মন্ত্রীরা ব্যবসায়ীদের সাথে সিন্ডিকেট করে বাড়িয়েছে তেলের দাম। এ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। তবে সরকারের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগকে পদত্যাগে বাধ্য করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App