×

জাতীয়

কলকাতায় পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ০২:৪৪ পিএম

কলকাতায় পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ শুরু

কয়েক হাজার কোটি টাকা ভারতে পাচারকারী পি কে হালদার। ফাইল ফটো

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেশটির গোয়েন্দারা। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র এ খবর নিশ্চিত করেছে।

শনিবার পি কে হালদারের রিমান্ড আবেদন করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ রবিবার (১৫ মে) সকালে রিমান্ড মঞ্জুর করেন উত্তর ২৪ পরগনার জেলা আদালত। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখে দফায় দফায় কান্নায় ভেঙে পড়েন বলে খবর এসেছে। এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করার আগে থেকেই জেরা শুরু হয়েছে। গ্রেপ্তারের পর দুই ঘণ্টা বিরতি দেয়া হয়। এরপর ফের ম্যারাথন জেরা শুরু হয়। জেরার মুখে তদন্ত কর্মকর্তাদের সামনে দফায় দফায় কাঁদছেন পি কে হালদার।

এর আগে গতকাল শনিবার পশ্চিমবঙ্গে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়। একই দিন আরও পাঁচজনকে গ্রেপ্তার করে ইডি। এর মধ্যে চারজন বাংলাদেশি। তারা হলেন- প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী, উত্তম মিত্র ও স্বপন মিত্র। এছাড়া প্রণব হালদার নামে এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়। তিনি সরকারি চাকরি করেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App