×

জাতীয়

করোনায় টানা ২৫ দিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৩৩ 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ০৫:৩০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এই সময়ে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে টানা ২৫ দিনের মতো করোনা ভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৬।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App