×

প্রবাস

ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে ৩২ বাংলাদেশি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:৫৩ পিএম

ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে ৩২ জন বাংলাদেশিসহ ৮১ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে মিসরের ৩৮ জন, সুদানের ১০ জন এবং মরক্কোর একজন নাগরিক রয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৫ মে) তাদেরকে উদ্ধার করা হয়। এএফপির খবরে বলা হয়, উদ্ধার হওয়া অভিবাসীরা ২০ থেকে ৩৮ বছর বয়সের অধিকারী। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা তিউনিসিয়া থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন। সমুদ্রপথে যাতায়াতের উপযুক্ত না হওয়ায় তাদের নৌকাটি যাত্রাপথে ক্ষতিগ্রস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App