×

আন্তর্জাতিক

ফিনল্যান্ডে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৫:০৫ পিএম

ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এর আগে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রাও (আরএও) নর্ডিক’ বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়।

এএফপির খবরে বলা হয়, ফিনল্যান্ড আগে সরবরাহকৃত বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করেনি বলে দাবি করেছে আরএও। রাশিয়া একে মূল্য পরিশোধসংক্রান্ত জটিলতা হিসেবে দেখলেও ইউরোপীয় দেশগুলো একে ইউক্রেন যুদ্ধের অংশ মনে করছে।

ফিনল্যান্ড সম্প্রতি ন্যাটো জোটে যাওয়ার পরিকল্পনা করছে। এতে রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যাওয়ার মনোবাঞ্ছা পূরণের পথ সংকুচিত করে দিতেই রাশিয়া এ পদক্ষেপ নিল। যদিও এমন মন্তব্য উড়িয়ে দিয়েছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App