×

জাতীয়

গোপালগঞ্জের বাস, কার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ১১:৪৮ এএম

গোপালগঞ্জের বাস, কার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৮

শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা কবলিত যানবাহনটি উল্টে যায়। ছবি: ভোরের কাগজ

গোপালগঞ্জের বাস, কার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৮

শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা কবলিত যানবাহনটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বাস, কার ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের যাত্রী রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা, তার স্ত্রী ও ছেলে স্বপ্নীল। শুধু বেঁচে আছেন তাদের মেয়ে হবু চিকিৎসক শর্মী। বিবাহবার্ষিকী উপলক্ষে সকালে কেক কাটছেন তারা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন প্রাইভেটকারের যাত্রী রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা, তার স্ত্রী ও ছেলে স্বপ্নীল।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাজ্জেল হক।

তিনি জানান, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।

[caption id="attachment_349040" align="aligncenter" width="700"] গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রাইভেটকারের যাত্রী রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক বাসুদেব সাহা, তার স্ত্রী ও ছেলে স্বপ্নীল। শুধু বেঁচে আছেন তাদের মেয়ে হবু চিকিৎসক শর্মী। বিবাহবার্ষিকী উপলক্ষে সকালে কেক কাটছেন তারা। ছবি: সংগৃহীত[/caption]

এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যায় বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান।

মুফাজ্জেল হক আরও জানান, দুর্ঘটনাস্থলে সড়কের পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে তাদেরও দু-একজন থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App