×

খেলা

খেলছেন সাকিব, ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো-মুমিনুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৩:৫১ পিএম

খেলছেন সাকিব, ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো-মুমিনুল

শনিবার সকালে চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কথা বলছেন সাকিব আল হাসান, পাশে টাইগার অধিনায়ক মুমিনুল হক। ছবি: ভোরের কাগজ

খেলছেন সাকিব, ব্যাটিংয়ে মুগ্ধ ডমিঙ্গো-মুমিনুল

টাইগার অধিনায়ক মুমিনুল হক। ছবি: ভোরের কাগজ

ঘরের মাঠে দীর্ঘ ২৭ মাস ধরে কোনো টেস্ট জয় নেই মুমিনুলদের। দীর্ঘদিন জয়হীন থাকার আক্ষেপও ঘোচাতে চট্টগ্রামে লঙ্কানদের হারাতে মরিয়া টাইগাররা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় লঙ্কানদের বিপক্ষে এ সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে সাকির আল হাসানের খেলা নিয়ে নানা সংশয়ের জন্ম হলেও আশা কথা হচ্ছে চট্টগ্রাম টেস্টে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলানো কঠিন- শুক্রবার দুপুরে সাকিব আল হাসানের করোনা নেগেটিভ হওয়ার খবর পাওয়ার পর এমনটাই বলেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

গত ২৮ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর সাকিব ক্রিকেটের বাইরে ছিলেন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। এত কিছুর পর শনিবার সকালে ব্যাটিং-বোলিং কেমন করেন সেদিকেই ছিল সবার তীক্ষ্ণ নজর। আগ্রহীদের ভিড়ে ছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। শুক্রবার তিনিই বলেছিলেন, ৫০-৬০ ভাগ ফিট কাউকে খেলানো ঠিক হবে না।’ সে কারণেই কি না, সাকিব ব্যাটিংয়ে নামার পর নেটের পেছনে গিয়ে গভীর মনোযোগে বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটিং দেখলেন ডমিঙ্গো। আজ প্রায় ৩৫ মিনিট ব্যাটিং অনুশীলন করেন সাকিব। আজ সকাল ১০টার আগেই সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে আসেন টাইগার অলরাউন্ডার। মাঠে ঢুকে আগে কিছুক্ষণ উইকেট দেখেন সাকিব। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কথা বলে এগিয়ে যান নেটের দিকে। পাশাপাশি দুই নেটে তখন ব্যাট করছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল হাসান জয়রা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয় সাকিবকে।

পরে নেট খালি পেয়ে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিনদের সঙ্গে একগাদা নেট বোলারকে নিয়ে ব্যাটিং করতে থাকেন সাকিব।

[caption id="attachment_349045" align="aligncenter" width="700"] টাইগার অধিনায়ক মুমিনুল হক। ছবি: ভোরের কাগজ[/caption]

অনুশীলন চলাকালে বেশিরভাগ সময় কাছ থেকেই সাকিবের ব্যাটিং দেখেন ডমিঙ্গো, বোঝার চেষ্টা করেন তার অবস্থা। নেট সেশনের এক পর্যায়ে পেছনে গিয়ে ডমিঙ্গো জিজ্ঞেস করেন, কী অবস্থা? কেমন বোধ করছো এখন? ডমিঙ্গোর দিকে নিজেই ঘুরে বলেন, ব্যাটিং ঠিক আছে। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন,অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। অনুশীলনে সাকিবকে দেখার পর নিজের উপলব্ধি জানিয়েছেন মুমিনুল। এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের কথা, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

সাকিব ও টিম ম্যানেজমেন্টের জন্য অবশ্য এটুকুই যথেষ্ট ছিল। বাংলাদেশ দলের অনুশীলন শেষে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, দেখে তো মনে হলো (সাকিব) ফিট আছেন। (প্রথম টেস্টে) খেলবেন ইনশা আল্লাহ্। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ তো বলেই দিয়েছেন ফিট হলে খেলবেন। দেখে মনে হল উনি ফিট।

শুধু ব্যাটিং দেখেই সাকিবকে টেস্ট ম্যাচের জন্য ফিট মনে হয়ে গেল? সাকিবের খেলার সিদ্ধান্তটা সাকিব নিজে নিয়েছেন নাকি টিম ম্যানেজমেন্টের? এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে মুমিনুলকে। উত্তরে টেস্ট অধিনায়ক বলছিলেন, একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়। সাইকোলজিক্যালি অনেক কিছু বোঝা যায়। আপনারাই বোধহয় সবচেয়ে বেশি দেখছেন আমার চেয়ে। আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারাই ভালো বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App