নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) রাতে লোহাগড়া উপজেলার চাচই-ধানাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের নাম রহিম মোল্লা (২৫) সে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মো. ইকরাম মোল্লার পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন রহিম। এসময় অসাবধানবশত বিদ্যুত সংযোগের স্থান স্পর্শ করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।