চট্টগ্রামে পাঁচ কোটি টাকার সাপের বিষসহ তিনজন কথিত তান্ত্রিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৪ মে) নগরীর ডবলমুরিং থানা এলাকার ডিটি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসা থেকে সাপের বিষসহ প্রতারণার নানা উপকরণ উদ্ধার করে স্থানীয় গোয়েন্দারা। এর মধ্যে ১০টি প্রাণীর রক্তও আছে। পুলিশ সূত্র জানিয়েছে, চক্রটি এসব সাপের বিষ একদিকে জিন হাজিরের নামে প্রতারণার কাজে ব্যবহার করতো এবং অন্যদিকে মাদক ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করতো। সাম্প্রতিক সময়ে কোবরা সাপের বিষ বিভিন্ন ধরনের মাদকে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে এক শ্রেণির তরল মাদকেও এ বিষের অস্তিত্ব পাওয়া গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।