×

খেলা

সাকিবকে নিয়ে শ্রীলঙ্কাতেও চলছে আলোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৭:২২ পিএম

সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ দল ছাপিয়ে শ্রীলঙ্কাতেও আলোচনা চলছে। করোনা নেগেটিভ হওয়ায় চট্টগ্রাম টেস্টের প্রথম ম্যাচেই হয়েছে খেলার সুযোগ। এ বিষয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, সাকিব খেলবেন- এমনই ধরে নিয়েছিলেন তারা। তাকে ঘিরে সব পরিকল্পনা হয়েছিল।

ছুটিতে থাকায় দলের সঙ্গে চট্টগ্রামের অনুশীলনে শুরুতেই যোগ দেননি সাকিব। ঈদের ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর গত মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন তিনি। নিয়ম অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থাকার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। ফলে ১৫ মে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বলেই ধরে নেয়া হয়েছিল।

এখন সেই সাকিবের করোনা নেগেটিভ আসায় প্রথম টেস্টে খেলার সুযোগ তৈরি হয়েছে। সাকিবের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তারা জানিয়েছেন, সাকিব খেলবেন কিনা সেটি পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App