×

বিনোদন

মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৪:১৮ পিএম

মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা

মহেশ বাবুর মন্তব্যের পালটা যা বললেন কঙ্গনা

দিন কয়েক আগেই হিন্দি বিতর্কে উত্তাল হয়েছিল বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি। অজয় দেবগণ এবং কিচ্চা সুদীপের মধ্যে হিন্দি ভাষা নিয়ে বিতর্ক হয়েছিল। এরপরই মহেশ বাবুর সম্প্রতি মন্তব্য, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, তাই সময় নষ্ট করতে চাইনি’। দক্ষিণী অভিনেতার এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিটাউনে। এরপরই মহেশ বাবুর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানাতে ভোলেননি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত।

হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড নিয়ে মহেশ বাবুর বিতর্কিত মন্তব্যের পরেই উত্তাল বিনোদন জগত। মহেশের এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। দক্ষিণী তারকার এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুকেশ ভাট, রাম গোপাল বর্মার মতো পরিচালকরা। মহেশ সম্প্রতি তার বিবৃতি সম্পর্কে পরিষ্কার জানিয়েছেন, তিনি সমস্ত শিল্প এবং ভাষাকে সম্মান করেন। তবে তিনি তার জীবনে যে নাম এবং খ্যাতি অর্জন করেছেন তার জন্য দক্ষিণী ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ।

বৃহস্পতিবার কঙ্গনার আসন্ন সিনেমা ‘ধাকড়'-এর ট্রেলার লঞ্চ ছিল। সেখানে মহেশ বাবুর প্রতিক্রিয়া প্রসঙ্গে কথা বলতে অভিনেত্রী বলেছেন, ‘তিনি ঠিকই বলেছেন, বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। কারণ আমি জানি অনেক পরিচালক তাকে অনেক ছবির অফার দিয়েছেন, তিনি এবং তার প্রজন্ম এককভাবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভারতের এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। সুতরাং এখন, বলিউড অবশ্যই তাদের বহন করতে পারে না।’

যদিও এটি অনেকের জন্য অপ্রত্যাশিত ছিল, তবে কঙ্গনা আরও বলেন, ‘কিন্তু এসবের মধ্যে আমার মনে হয় না, ছোট ছোট কথায় কোনও বিতর্কের প্রয়োজন আছে। যদি উনি কোনও বিষয়ে এটা বলে থাকেন, আমি মনে করি এটা শুধু বোঝা উচিত। আমিও বলতে পারি, হলিউড আমাদের খরচ বহন করতে পারবে না। যে যেভাবে খুশি বলুক গিয়ে। তবে এখানে একটি বিষয়, আমি মনে করি তিনি তার কাজ এবং শিল্পের প্রতি সম্মান দেখিয়েছেন। সেই কারণে তিনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন এবং আমরা তা অস্বীকার করতে পারি না। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এক থালায় কিছু পায়নি। সাম্প্রতিক বছরগুলিতে তারা সবাইকে পিছনে ফেলেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে।’

দেখা যাক, বলিউডের সদস্যরা কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একমত নাকি দ্বিমত পোষণ করেন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App