×

জাতীয়

বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমানের এভারেস্ট জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:১৬ পিএম

বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমানের এভারেস্ট জয়

আখলাকুর রহমান ওরফে আকি রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিমদের মধ্যে প্রথমবারের মতো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন আখলাকুর রহমান ওরফে আকি রহমান। শুক্রবার (১৩ মে) তার খালাত ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার  সকালে তিনি এভারেস্টের চূড়ায় উঠে পৌঁছান। আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান সিলেট থেকে গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে শেরপারা তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি । তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্টজয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App