ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। এক নির্দেশনায় শনিবার (১৩ মে) স্থানীয় সময় দুপুর একটা থেকে ফিনল্যান্ডে বিদুৎ সরবরাহ বন্ধের কথা জানায় দেশটি।
সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সান্না মারিন ন্যাটো জোটে যোগদানের ঘোষণা দেন। এর প্রেক্ষিতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন। এ বিষয়ে ফিনিশ গ্রিড অপারেটর ফিনগ্রিড বলেন, অর্থ আদায়ে সমস্যার কারণে রুশ ইউটিলিটি ইন্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে। খবর রয়টার্সের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।