রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান ইশানের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৩ মে) তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ইশানকে ফের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবীর আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ এপ্রিল দিনগত রাত ১২টার দিকে ও পরদিন সকাল-সন্ধ্যা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। নিহত হন নাহিদ হাসান নামে এক ডেলিভারিম্যান ও মুরসালিন নামে এক দোকান কর্মচারী। এতে নিহতের স্বজনরা নিউমার্কেট থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে আরও দুইটি মামলা দায়ের করে। এ দুই মামলায় ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা আইনজীবী মকবুল হোসেন তিনদিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।