দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা ভবনে আগুন লেগে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে দমকলের ২৪টি ইঞ্জিন কাজ করছে। তবে কীভাবে আগুন তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।
পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে আগুন লাগা ওই তিনতলা ভবনে বিভিন্ন অফিসকে ভাড়া দেয়া হতো বলে স্থানীয়রা জানিয়েছে। বাতাসে আগুন দ্রুতবেগে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে অন্তত ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।