×

জাতীয়

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ০৫:৪৭ পিএম

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা সফর, এক্সপোজার ভিজিট ও সেমিনারে অংশ নিতে সরকারি কর্মকর্তারা বিদেশে যেতে পারবেন না। বিদেশে সফর নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সঙ্কটের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমোদন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। গত বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ কথা জানান।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সেদিন অর্থমন্ত্রী বলেন, এখন যে সফরগুলো হচ্ছে সেগুলো আগেকার অনুমোদন নেয়া। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে বিদেশ ভ্রমণের অনুমোদন । ফলে আপাতত বিদেশ সফর আর নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App