×

সারাদেশ

শেরপুরে ড্রামভর্তি ৩১ হাজার লিটার সয়াবিন উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ১১:২৫ পিএম

শেরপুরে ড্রামভর্তি ৩১ হাজার লিটার সয়াবিন উদ্ধার

বৃহস্পতিবার বিকালে শহরের বারদুয়ারী হাট খোলায় অভিযান পরিচালনা করে ড্রামভর্তি এ সয়াবিন উদ্ধার করা হয়। ছবি: ভোরের কাগজ

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কালোবাজারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩১ হাজার লিটার সয়াবিন তেল ভর্তি ড্রাম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় তথ্যগোপন করে কালোবাজারির উদ্দেশ্যে তেল মজুদ করায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৫টার দিকে শহরের বারদুয়ারী হাট খোলায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। আর অভিযুক্ত ব্যবসায়ী হলেন বেলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ফকির।

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, ওই ব্যবসায়ী সয়াবিন তেল মজুদ করে রাখলেও তথ্য গোপন করেন। পরে আমি গোডাউনে গিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল দেখতে পাই। কালোবাজারির উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা দেন এবং ভবিষ্যতে এ ধরণের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App