×

আন্তর্জাতিক

রুশ রাষ্ট্রদূতকে লাল রং দিয়ে হামলা, ক্ষমা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ০৩:৪৩ পিএম

রুশ রাষ্ট্রদূতকে লাল রং দিয়ে হামলা, ক্ষমা দাবি

সোমবার পোল্যান্ডের ওয়ারশতে রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভকে লাল রং নিক্ষেপ করেন ইউক্রেনপন্থিরা

পোল্যান্ডের ওয়ারশতে গত সোমবার রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভকে লাল রং নিক্ষেপ করেছিলেন ইউক্রেনপন্থিরা। এ ঘটনায় বুধবার পোল্যান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার দাবি করেছে রাশিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭তম বিজয়বার্ষিকীতে সাবেক সোভিয়েত সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই হেনস্থার শিকার হন পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রতীকী প্রতিবাদস্বরূপ রুশ রাষ্ট্রদূতের ওপর লাল রং ছোঁড়ে বিক্ষোভকারীরা। খবর ডয়চে ভেলের।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। দেশটি দাবি করতে থাকে, ইউক্রেনে যুদ্ধ নয়, ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এ বিষয়ে রাশিয়ার ওপর নিন্দা-সমালোচনার সঙ্গে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App