×

শিক্ষা

ঈদের ছুটি শেষে বিদ‍্যালয়ে ফিরে উচ্ছ্বসিত শিশুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ১২:৫৮ পিএম

ঈদের ছুটি শেষে বিদ‍্যালয়ে ফিরে উচ্ছ্বসিত শিশুরা

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বিদ‍্যালয়ে ফিরে শিশুদের বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃহস্পতিবার থেকে নতুন নিয়মে ক্লাস চলছে। এক শিফটের প্রাথমিক স্কুলগুলোর ক্লাস বিকেল সোয়া তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস চলবে বিকেল চারটা পর্যন্ত।

শিক্ষার্থীদেরও ক্লাস শুরুর আগে সমাবেশসহ মানতে হয়েছে বেশ কিছু নির্দেশনা। গত সোমবার (৯ মে) রাতে এ নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানায়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নির্দেশনাগুলো হলো- এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল দুইটা ২৫ পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফটবিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস চলবে। উন্নতি হওয়ায় বৃহস্পতিবার থেকে ক্লাস চলছে নতুন নিয়মে। নতুন নিয়ম অনুযায়ী, এক শিফটের প্রাথমিক স্কুলগুলোর ক্লাস বিকেল সোয়া তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস চলবে বিকেল চারটা পর্যন্ত ক্লাস চলবে।

দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App