ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভারত থেকে আসা একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফেসবুকে প্রায় বিলুপ্ত প্রজাতির নীলগাইটি ধরার ও জবাই করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসী চারদিক দিয়ে ঘিরে রেখে দড়ি দিয়ে নীলগাইটিকে বাঁধছে। এরপর এরপর বিজিবি সদস্যদের উপস্থিতিতে নীলগাইটিকে জবাই করে গ্রামবাসী।
ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিলেন। এটি অসুস্থ থাকায় জবাই করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টিভ বলেন, নীলগাইটি জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য পশুটি অসুস্থ ছিল। বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।