গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছায়েদ মিয়া (৬৩) ও তার জামাতা সাজু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির আঙ্গিনা থেকে বৈদ্যুতিক ধানমাড়াই মেশিন ঘরের বারান্দায় নিয়ে যাচ্ছিলেন সাজু মিয়া। এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর ছায়েদ মিয়াও বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।