×

আন্তর্জাতিক

ইউক্রেনকে চার হাজার কোটি ডলার সহায়তা দিল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২২, ১০:৫৩ এএম

ইউক্রেনকে চার হাজার কোটি ডলার সহায়তার বিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ৩৬৮-৫৭ ভোটে বিলটি অনুমোদিত হয়। বেশিরভাগ ডেমোক্র্যাট নেতা এবং অল্প কয়েকজন রিপাবলিকান নেতা এর পক্ষে ভোট দেন।

এর আগে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা হিসেবে ৭০০ কোটি ডলার এবং প্রায় পাঁচ হাজার ৪০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছিলেন। খবর আল জাজিরার।

এদিকে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান এ যুদ্ধ শুধু নিষ্ঠুরতাই নয়, এটি এক ধরনের কাপুরুষতাও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন কাপুরুষ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আন্তর্জাতিকভাবে একের পর এক নিষেধাজ্ঞা, অবরোধ ও সমালোচনার সম্মুখীন হয় রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App