×

জাতীয়

রাজশাহীতে ১ লাখ লিটার সয়াবিন তেল জব্দ, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ০৬:০৫ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে চারটি গুদামে অভিযান চালিয়ে মঙ্গলবার (১০ মে) ৯২ হাজার ৬১৬ হাজার লিটার সয়াবিন তেল ও পাম তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, বানেশ্বরের সরকার অ্যান্ড সন্সের মালিক বিকাশ সাহার গুদামে ১৫ হাজার ৯৬ লিটার, এন্তাজ স্টোরের মালিক এন্তাজ হাজির গুদামে ২৮ হাজার ৯৬৮ লিটার, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদামে ২১ হাজার ১২ লিটার, রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদামে ১৫ হাজার ৩০০ লিটার তেল জব্দ করা হয়েছে। এছাড়া একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, আটককৃত চারজন ব্যবসায়ীর কেউই ডিলার নন। অবৈধভাবে তেল মজুদ করেছেন তারা। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App